এবার শীতের অনুভূতি রাজধানীতে খুব একটা তীব্র নয়। তবে দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতি ভিন্ন। হিমেল হাওয়া, কুয়াশা এবং সূর্যের উত্তাপ কম থাকায় কয়েক দিন ধরেই উত্তরের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শুক্রবার উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় শীতের অনুভূতির তীব্রতা কিছুটা কমে আসতে পারে। 

গতকাল বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত বুধবার তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কোনো এলাকার তাপমাত্রা পরপর দু–তিন দিন ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে আবহাওয়ার ভাষায় সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তেঁতুলিয়ার মতোই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রাও দুদিন ধরে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দিনাজপুরের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here